Header Ads

মানব ক্লোনিংঃ নিষিদ্ধ ও বাস্তবতা

ক্লোনিং কি তা আমরা আগেই জেনেছি।গত লেখায় আমরা ক্লোনিং কি এবং প্রথম ক্লোনিং সম্পর্কে জেনেছি।যারা মিস করেছেন তারা পড়তে এখানে ক্লিক করুন।এই লেখায় আমরা মানব ক্লোনিং কি এবং কেন নিষিদ্ধ তা জানবো।

মানব ক্লোনিং ঃ

মানব ক্লোনিং হল একজন মানুষের জেনেটিক্যালি প্রতিরুপ অন্য একজন মানুষ সৃষ্টি করা।তবে এর মানে এই নয় যে,মানবদেহের কোন কোষ বা টিস্যু পুনরায় সৃষ্টি করা।যেমনটা টিকটিকির ক্ষেত্রে দেখা যায়।তাদের লেজ খসে গেলেও আবার লেজের উৎপত্তি হয়। তবে জনসাধারণ মনে করে ক্লোনিং হল কৃত্তিমভাবে মানুষ তৈরি করা। প্রকৃতপক্ষে মানব ক্লোনিং-এর মাধ্যমে তৈরি ব্যক্তি যার জেনেটিক্যাল প্রতিরুপ হয় হুবহু তার চেহারাধারী হয়। কিন্তু তাদের আচরণ হুবহু একরকম হয় না।


ক্লোনিংঃ কেন নিষিদ্ধ?

পৃথিবীর সব উন্নত দেশেই ক্লোনিং নিষিদ্ধ।কিন্তু কেনঃ

* ভবিষ্যত প্রজন্মকে ক্ষতিকর প্রভাব হতে রক্ষা করার জন্য
* বিখ্যাত বা কুখ্যাত কোন মৃত বা জীবিত ব্যাক্তিকে পুনরায় সৃষ্ঠি করা হতে পারে
* বিকলাঙ্গ শিশু তৈরি হতে পারে এমন আশঙ্কা করেন অধিকাংশ বিজ্ঞানী।

 তবে এর পর ও কোন কোন দেশ বা সংস্থা গোপনে এটি পরিচালনা করছে বলে শোনা যায়

ক্লোনিং এবং সায়েন্স ফিকশনঃ

ক্লোনিং নিয়ে অনেক বিখ্যাত সায়েন্স ফিকশনের বই ইতিমধ্যেই লেখা হয়েছে।আগ্রহ থাকলে পড়তে পারেন,ভাল লাগবে।

এরকম আরো বই সম্বন্ধে জানতে ভিজিট করে আসুন humancloning হতে।

No comments

Powered by Blogger.