Header Ads

Null Blood Group

শুভ ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগের একজন ছাত্র এবং সে ভালো ক্রিকেট খেলে। একদিন সে ক্রিকেট খেলার সময় ব্যাথা পায় এবং তার রক্তপাত শুরু হয়। তখন তার কোচ এবং তার বন্ধুরা মিলে তাকে নিয়ে হসপিটালে যায়। সেখানে যাওয়ার পর ডাক্তার তাকে বলে ভয়ের কিছু নেই। কিন্ত রক্তপাত হওয়ার কারণে তোমার রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছিল। আর তোমার রক্তের গ্রুপ হল এ+। শুভ বাসায় এসে চিন্তা করল আমাদের সবার রক্ত দেখতে এক হলেও কিন্ত আমাদের রক্তের গ্রুপ আলাদা। এই ব্যাপারে তার আগ্রহ আরও বের গেল এবং সে এই ব্যাপারে ইন্টারনেট থেকে আরো বিষদভাবে জানতে শুরু করল। সে যেসব তথ্য পেল তাতে সে অবাক হয়ে গেলো। তার তথ্যসমূহ হল:
রক্ত হচ্ছে একধরনের তরল যোজক কলা। যার pH 7.4-8.3 অর্থাৎ রক্ত হচ্ছে হালকা ক্ষারীয়। রক্তের উপাদান হল রক্তরস আর রক্ত কণিকা। আবার রক্ত কণিকা তিন ধরনের যথাক্রমে লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা। এক এক রক্ত কণিকা কাজ এক ধরনের। সে আরো জানতে পারল যে মানবদেহে চার ধরনের রক্তের গ্রুপ থাকে। তা হল এ+, বি- এবি+ এবং এবি-।আর এসব রক্তের মধ্যে আলাদা আলাদা এন্টিজেন থাকে। যার ফলে রক্তের গ্রুপ আলাদা হওয়ার কারনে মানুষ সবার রক্ত নিতে পারে না। যার যে গ্রুপের রক্তের এন্টিজেন সাথে মিলে যায় সে শুধুমাত্র সেই গ্রুপের রক্ত নিতে পারে। অন্যথায় অন্য গ্রুপের রক্ত সে নিতে পারবে না। যেমন এ+ বা বি+ রক্তের গ্রুপের মানুষ শুধুমাত্র এ+ বা বি+ মানুষের রক্ত নিতে ও দিতে পারে। অন্যদিকে এবি+ মানুষ সবার রক্ত নিতে পারে কিন্তু দিতে পারে না। তার কারন এবি+ মধ্যে এ+ এবং বি+ দুই ধরনের এন্টিজেন থাকে তাই সে সবার রক্ত নিতে পারে। আর এবি- সবার রক্ত নিতে পারে না কিন্তু সবাইকে দিতে পারে। শুভ আর কিছু নতুন তথ্য পেল তা হল বিংশ শতাব্দীর শেষের দিকে নতুন এক ধরনের রক্তের গ্রুপ পাওয়া যায়। তার নাম নাল ব্লাড গ্রুপের। এই রক্তের pH 7।সুতরাং অন্য রক্ত গ্রপ যেমন হালকা ক্ষারীয় থাকে, কিন্তু এই রক্তের গ্রুপ তেমন ক্ষারীয় বা অম্লীয় থাকে না পুরো নিরপেক্ষ থাকে। এই রক্ত গ্রুপের এন্টিজেন অন্যান্য রক্তের গ্রুপের এন্টিজেন থেকে আলাদা এবং এই রক্তের মানুষের সংখ্যা খুবই কম, বিজ্ঞানীরা ধারনা করছে, সারা পৃথিবীতে ১০০ এর কম মানুষ রয়েছে। এই রক্তের গ্রুপের মানুষগুলো অন্যান্য রক্ত গ্রুপের মানুষের মত সাধারণভাবে জীবনযাপন করছে কিন্ত তাদের রক্ত দেওয়া বা নেওয়ার জন্য শুধুমাত্র এই গ্রুপের রক্তের মানুষ দরকার। এই সম্পর্কে এখন তেমন তথ্য পাওয়া যায় নি । কিন্ত বিষদভাবে গবেষণা চলছে।

1 comment:

  1. গল্পের আদলে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছ। খুব ভাল লাগল, আশা করি এমন বিজ্ঞানমূলক গল্প আরো পাব ভবিষ্যতে। ধন্যবাদ

    ReplyDelete

Powered by Blogger.